এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
৭ আগস্ট, ২০২৫
ফাইল ছবি | ইনকিলাব
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে নিহত হন বাংলাদেশি অভিবাসী ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলাম।
দিদারুলের এই অনাকাঙ্খিত মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার ও নিউইয়র্ক প্রবাসী সকল বাংলাদেশীদের মনে।
দিদারুলের স্মরণে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একটি স্মরণসভার আয়োজন করে। সেসময় উপস্থিত ছিলেন শহীদ দিদারুলের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই সন্তান। দিদারুল ইসলামের বাবা ও অন্যান্য আত্মীয় স্বজন এবং ঘনিস্টজনরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান শাহ নেওয়াজ, ক্যাপ্টেন আব্বাস। এছাড়া বাংলাদেশি আমেরিকান পুলিশ এ্যাসোসিয়েশন এবং মুসলিম পুলিশ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এই স্মরণসভায় অংশগ্রহন করেন।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট দিদারুল ইসলামের এই আত্মত্যাগের প্রতি সন্মান জানিয়ে ডিটেক্টিভ হিসেবে পদন্নতি দিয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম নিউইয়র্কবাসীকে রক্ষার দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং এই শহরকে ভালোবাসতেন।”